নৌকার টিকিট পেলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি।
বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মাহি।
তিনি অন্তত ৫০ হাজার ভোটে জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
মাহি বলেন, ‘আমি কত খুশি, কতটা গর্বিত তা ভাষায় প্রকাশ করতে পারব না। বাংলাদেশের ইতিহাস যতটা দীর্ঘ, আমি যে দলীয় মনোনয়ন ফরম কিনেছি, তা দলের মতোই পুরনো। আমি সেই দলের মনোনয়ন কিনেছি, এর চেয়ে খুশি হতে পারিনি।’
আরও পড়ুন: গাইবান্ধা-৫ শুন্য আসনে উপনির্বাচন ৪ জানুয়ারি
‘মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি কতটা আশাবাদী’- এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন নারী, নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। মেট্রোরেলের প্রথম চালক ছিলেন একজন নারী। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য শুনলেই বুঝতে পারবেন তিনি নারী নেতৃত্বকে কতটা প্রাধান্য দিচ্ছেন। ভবিষ্যৎ স্বপ্ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়, এই উন্নয়ন থেকে আমার চাঁপাইনবাবগঞ্জকে পিছিয়ে রাখতে চাই না।’
জাতীয় সংসদের ৬টি আসনের উপনির্বাচনে আজ ২য় দিন শেষে মোট ৫৩টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: শূন্য ৫ আসনে উপনির্বাচন: আ.লীগের আবেদনপত্র বিতরণ শুরু বুধবার