চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় আটটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচন অফিস সূত্র জানায়, আলমডাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়নে ১৮টি কেন্দ্রে এবং জীবননগর উপজেলার ছয়টি ইউনিয়নে ৫৪টি ভোটকেন্দ্রের ২৬১টি ভোটকক্ষে সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম মেশিনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে এখন ১১ কোটি ৯১ লাখ ভোটার: ইসি
নির্বাচন অফিস সূত্র আরও জানায়, সকাল থেকে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রগুলোতে ভিড় করছেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ছয় স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি ছয়টি ম্যাজিস্ট্রেট টিম ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
জীবননগর উপজেলার ইউনিয়নসমূহের ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।