জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে পুলিশ তাঁদের আটক করে।
ঢাকা মহানগর পুলিশের (মিডিয়া) অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক অন্য ব্যক্তিরা হলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ ও মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত এবং দলের অফিসের তিনজন কর্মচারী।
আরও পড়ুন: জামায়াত নিষিদ্ধে সরকারের কিছু করার নেই: প্রধানমন্ত্রী
ইফতেখায়রুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর কিছু নেতা গোপন বৈঠকে মিলিত হয়েছেন- এমন সংবাদের ভিত্তিতে বসুন্ধরার ওই বাড়িতে ডিএমপির একটি দল অভিযান চালিয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।
এদিকে এক বিবৃতিতে জামায়াতে ইসলামী এই আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। সোমবারের এই বৈঠক নিয়মিত বৈঠকের একটি অংশ বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের নির্যাতনের শিকার নারীকে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা