আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেনি, এর বিকাশ এখনও অব্যাহত রয়েছে। বুধবার আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীদের সাথে রাজধানীর ‘নূর হোসেন চত্বরে’ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, নূর হোসেনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা। তার আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৮৭ সালের স্বৈরাচারের শৃঙ্খল থেকে আমাদের দেশের গণতন্ত্র মুক্ত হলেও এতদিনেও তা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেনি।
কাদের আরও বলেন, আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের বিকাশ অব্যাহত থাকবে।
আরও পড়ুন:তেলের দাম বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন: ওবায়দুল কাদের
এসময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও কৃষক লীগের নেতা-কর্মীরা প্রয়াত গণতন্ত্রপন্থী নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায়।
৮০’র দশকের শেষের দিকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তরুণ গণতন্ত্রপন্থী কর্মী নূর হোসেনের মৃত্যুর স্মরণে প্রতি বছর শহীদ নূর হোসেন দিবস পালিত হয়।
১৯৮৭ সালের ১০ নভেম্বর আওয়ামী যুবলীগের নেতা নূর হোসেন গুলিস্তানের কাছে জিরো পয়েন্টে তৎকালীন স্বৈরাচারী শাসক লেফটেন্যান্ট জেনারেল এইচএম এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন।
সেদিন বুকে ও পিঠে সাদা অক্ষরে লেখা ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিলেন ২৬ বছর বয়সী এই যুবক। তার মৃত্যুর পর এরশাদ বিরোধী আন্দোলন এক গণ-অভ্যুত্থানের রূপ নেয়, যার মাধ্যমে অবশেষে এরশাদ সরকার উৎখাত হয়।
রাজধানীর গুলিস্তান এলাকায় ওই যুবককে গুলি করে হত্যার পর জিরো পয়েন্টের নামকরণ করা হয় ‘নূর হোসেন চত্বর’।
আরও পড়ুন:সাম্প্রদায়িক শক্তিকে দূর করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে: কাদের