১৯৯০ ও ২০২১ সালের প্রেক্ষাপট এক নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘৯০’র গণঅভ্যুত্থানের মতো আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করার বিএনপির যে পরিকল্পনা সেটি দিবাস্বপ্ন।’
তিনি বলেন, ‘১৯৯০ ও ২০২১ সালের প্রেক্ষাপট এক নয়। তাই ৯০’র গণঅভ্যুত্থানের মতো আরেকটি গণঅভ্যুত্থান করে সরকার পতনের পরিকল্পনা বিএনপির দিবাস্বপ্ন।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে মঙ্গলবার নিজ বাসভবনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এর আগে সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সরকার পতনের জন্য ৯০’র গণঅভ্যুত্থানের মতো আরেকটি গণঅভ্যুত্থান করতে শিক্ষার্থী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
আরও পড়ুন: বিএনপিকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ভুলে যাওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের
ফখরুল বলেন, ‘১৯৯০ এর দশকে গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থী ও জনগণ তৎকালীন স্বৈরতান্ত্রিক সরকারকে উৎখাত করেছিল। আমদের নেত্রী খালেদা জিয়া সেটার নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের আবার সে ধরনের আরেকটি গণ জাগরণ প্রয়োজন।’
‘এ সরকারকে আর সময় দেয়া যায় না’ মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের সময় নির্ধারণের উনি কে?’
ওবায়দুল কাদের জানান, দেশের সংবিধান ও মানুষ সরকারকে সময় প্রদান করেছে এবং ক্ষমতার মালিক আল্লাহ ও দেশের ভোটাররা।
জাতীয় প্রেস ক্লাবকে সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের সমাবেশের জায়গা উল্লেখ করে কাদের বলেন, বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক প্লাটফর্মে পরিণত করেছে।
প্রেস ক্লাবের ভেতর বিএনপি সমাবেশ করে যা অবৈধ ও অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন সেতুমন্ত্রী।