নতুন দুই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) বিরুদ্ধে শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৭ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে এ শুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় দুই রাজনৈতিক দল বিএনএম ও বিএসপির প্রতিনিধি এবং অভিযোগকারীরা তাদের যুক্তি উপস্থাপন করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনাররা শুনানিতে উপস্থিত ছিলেন।
শুনানি শেষে অভিযোগের বিষয়টি নিষ্পত্তি হবে এবং শিগগিরই নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার হচ্ছে না সিসিটিভি ক্যামেরা
নির্বাচনে অপপ্রচার রোধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক: ইসি সচিব