অন্যদিকে, সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে নাটোরে র্যালি ও সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আরও পড়ুন: সারা দেশে ৩০ ডিসেম্বর বিএনপির বিক্ষোভ
বুধবার সকালে শহরের তেবাড়িয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। পরে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ অন্য নেতারা।
আরও পড়ুন: ৩০ ডিসেম্বর সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ
দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে সিংড়ার আওয়ামী লীগ কার্যালয় থেকে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ৩০ ডিসেম্বর গণতন্ত্রের কবর রচনা হয়েছে: ড. কামাল
সমাবেশে গণতন্ত্র সুসংহত করতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী পলক।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নেতৃত্বে একই সময়ে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেল গেট থেকেও বিজয় র্যালি বের করা হয়।
আরও পড়ুন: ৩০ ডিসেম্বরের নির্বাচন ছিল প্রহসন: ড. কামাল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ৩০ ডিসেম্বর এ কর্মসূচি পালন করেছে বিএনপি ও আওয়ামী লীগ।