চলমান উত্তেজনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি। রবিবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে কৃষকের ধান ঘরে তুলে দিল স্বেচ্ছাসেবক লীগ
সম্মেলনে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন অভিযোগ করেন, নাটোরের রাজনীতি একটি পরিবারের হাতে জিম্মি হয়ে পড়ায় গতি হারিয়ে ফেলেছে। এ কারণে স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি দীর্ঘদিন চেষ্টা করেও নতুন কমিটি করতে ব্যর্থ হয়। এ অবস্থায় কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক ক্ষমতা বলে নাটোরের আহবায়ক কমিটি বিলুপ্ত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে গত ২০ জুলাই ২১ সদস্য বিশিষ্ট নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করে। চার জন সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগের প্রায় সকল নেতারা নতুন কমিটিকে স্বাগত জানালেও বিলুপ্ত কমিটি নানা অপপ্রচার শুরু করে।
আরও পড়ুন: বিনামূলে ‘অক্সিজেন সেবা’ চালু করল স্বেচ্ছাসেবক লীগ
সংবাদ সম্মেলন থেকে বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বিশৃঙ্খলা সৃষ্ঠিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।