নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সারা দেশে অনুষ্ঠিতব্য সকল ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ফেসবুক পোস্টে আমির হামজা জানান, আজ থেকে দেশের বিভিন্ন প্রান্তে পূর্বনির্ধারিত তার সকল ওয়াজ ও তাফসির মাহফিলের সূচি স্থগিত থাকবে।
তিনি বলেন, ‘এমন সিদ্ধান্তে আয়োজক কমিটির কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ সেইসঙ্গে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
সম্প্রতি মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম নিয়ে বিকৃত মন্তব্য করতে শোনা যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তার ব্যাখ্যা দেন। এ নিয়ে পরবর্তী সময়ে আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল হয়। এ ছাড়াও কুষ্টিয়া ও খুলনায় তার বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে।
এদিকে, আমির হামজার দাবি, তাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে গতকাল (সোমবার) আসরের নামাজের পর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তৃতা চলাকালে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সারা দেশে অনুষ্ঠিতব্য সকল ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করে আবারও নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিলেন আলোচিত ইসলামিক বক্তা থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়া মুফতি আমির হামজা।