একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এ প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক পাওয়ার পর মাহি বলেন, ‘আমি নিজেই ট্রাককে নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নিয়েছি।’
প্রচারের প্রথম দিন সম্পর্কে মাহি জানান, তিনি আজ সাংগঠনিক কাজ করবেন। সন্ধ্যায় তিনি তানোর উপজেলার মুণ্ডুমালা এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবেন।
তিনি বলেন, ‘আমি এখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করতে চাই।’
সোমবার সকাল ১০টা থেকে ৩৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।
আরও পড়ুন: নির্বাচনী কার্যক্রম শুরু করলেন মাহি