আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ খালি করতে সরকারের নীল নকশার অংশ হিসেবে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘যে কোনো ঘটনার পর সত্যতা যাচাই না করে বিরোধীদের দমন ও সরিয়ে দিতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেয় সরকার। একইভাবে পূজামণ্ডপের হামলার ঘটনায় করা মামলায় বিএনপির নেতা-কর্মীদের অভিযুক্ত করা হচ্ছে।’
বুধবার রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সরকার প্রকৃত দোষীদের রক্ষা করতে চেষ্টা করছে।
আরও পড়ুন: সরকার পরিবর্তন এখন জনগণের দাবি: মির্জা ফখরুল
তিনি বলেন, ‘এসব মামলা দায়েরের মূল উদ্দেশ্যে হলো বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করা; তাদের রাজনীতি থেকে দূরে রাখা এবং আগামী নির্বাচনের আগে মাঠ খালি রাখা। আমরা মনে করি রাজনীতিতে টিকে থাকতে আওয়ামী লীগ সব সময় এসব করছে।’
এ সময় বিএনপি মহাসচিব দাবি করেন, এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫ হাজার ৯৬ জনকে আসামি করে ৬০টি মামলা হয়েছে এবং দলটির ১৪৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির উচ্চ পর্যায়ের তদন্ত টিম বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উল্লেখ করে বিএনপির কোনো নেতা-কর্মী এসব ঘটনায় জড়িত নয় বলেও দাবি করেছেন মির্জা ফখরুল।
আরও পড়ুন: পরিবেশ তৈরি হলে বিএনপি নির্বাচনে যাবে: ফখরুল
মির্জা ফখরুলই ভালো জানেন কুমিল্লার ঘটনা কিভাবে ঘটেছে: তথ্যমন্ত্রী