নেতাদের সমালোচনা না করে দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে সরকারের উন্নয়নের কথা তুলে ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
তিনি বলেন, ‘দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। অযথা নিজেরে মধ্যে ভাঙন ধরাবেন না। দলের নেতাদের সমালোচনা না করে, সরকারের উন্নয়নের কথা বলুন।’
বুধবার ফরিদপুরের ভাঙ্গায় নিজ বাড়ী কাউলি বেড়া জেলা আওয়ামী লীগ ও উপজেলার আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
জাফর উল্লাহ বলেন, ‘আমরা নেতারা যদি সকলেই মিলেমিশে চলতে পারি তাহলে তৃণমূলের নেতাকর্মীরা উৎসাহিত হবে, আর এতে আওয়ামী লীগ শক্তিশালী হবে।
পড়ুন: মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার বিএনপির গণঅনশন কর্মসূচি
তিনি বলেন, নিজেরদের গীবত করে যদি কেউ বাহবাহ নিতে চান, তারা নিশ্চয় বোকার স্বর্গের বাস করছেন, নিজের যেমন ক্ষতি করছেন, তেমনি দলেরও।
আওয়ামী লীগের এই প্রবীন নেতা বলেন, নৌকায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। নিজেকে এবং দেশের মানুষকে ভালো রাখেতে হলে নৌকাকে বিজয়ী করার বিকল্প নেই।
এসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন: দ্রব্যমূল্য কমায় জনগণ স্বস্তিতে, বিএনপি অস্বস্তিতে: তথ্যমন্ত্রী