শুক্রবার রাত ১০টার দিকে ওই হামলায় কমপক্ষে আরও পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুয়াকাটা পৌর নির্বাচনের প্রচারণায় সংঘর্ষে আহত ২৪
এলাকাবাসীর বরাতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, রাত ১০টার দিকে কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি, তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম রমজান ও সমর্থক সোহেল সরকারসহ অন্যরা ত্রিমহোনী বটতলা মোড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল দলবল নিয়ে অচমকা পাখি ও তার ভাইয়ের ওপর হামলা চালায়।
আরও পড়ুন: মানিকগঞ্জ পৌর নির্বাচন: নৌকার প্রার্থীকে বর্তমান মেয়রের সমর্থন
এ সময় সোহেল বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন রবিউল ও তার লোকজন। এতে মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
এদিকে, হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে রমজান ও মোস্তাফিজুর রহমান নামে একজন।
আরও পড়ুন: ফরিদপুর পৌর নির্বাচন: মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী আ’লীগে ১৭, বিএনপির ৫
ওসি জানান, বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে মামলা হচ্ছে। সকলকে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: ফরিদপুরে ২ পৌর নির্বাচনের তফসিল ঘোষণা, প্রার্থীদের তোড়জোড়