সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে ব্যর্থতার দায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, আপনার দেখানোর মতো কোনো অর্জন নেই। তাই সরকারের পদত্যাগের জন্য চিৎকার না করে আপনার পদত্যাগ করা ভালো।
বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ মনে করে মির্জা ফখরুলসহ বিএনপির সব নেতারই আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য পদত্যাগ করা উচিত।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির দলের শাসনামলে দেশে ২৪ ঘণ্টা লোডশেডিং ছিল।এর বিপরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এখন দেশের শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করেছে।
আরও পড়ুন: দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে আ.লীগকে ক্ষমতায় রাখতে হবে: কাদের
আ.লীগ নেতা এসময় দলের ‘সুসময়ের বন্ধুদের সতর্ক করেন।
যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে তাদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্র, মুক্তির চেতনা ও বাংলাদেশকে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সফলভাবে মোকাবিলায় দলকে এখন থেকেই সুসংগঠিত হতে হবে।
আরও পড়ুন: ফরিদপুর জেলা আ’লীগের সম্মেলন বৃহস্পতিবার
আ.লীগের অধীনে যারা নির্বাচনে যাবে তাদের প্রতি সতর্কবার্তা বিএনপির