সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকায় মহাসমাবেশে যোগ দিতে আসা ফেনী জেলা বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় জমায়েত হওয়া ফেনীর অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, বিএনপির জনসভায় অংশগ্রহণের জন্য ফেনী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ঢাকা নয়াপল্টনের মিডওয়ে আবাসিক হোটেলে ছিলেন। বুধবার মধ্যরাতে হঠাৎ পুলিশ হোটেল মিডওয়েতে হানা দিয়ে সেখান থেকে শতাধিক নেতা-কর্মীকে আটক করে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন আরও বলেন, এর মধ্যে ফেনী জেলা বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী রয়েছেন। অনেকের বিরুদ্ধে কোনো মামলাও নেই, তাদেরও গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনী বিএনপির কোনো নেতা-কর্মী ঢাকায় গ্রেপ্তার হয়েছে এমন তথ্য আমরা এখনও পাইনি। যদি সেখানে কেউ গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে ঢাকা থেকে প্রসেসিং শেষে আমাদের জানানো হবে।
আরও পড়ুন: মহাসমাবেশের আগে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা রিজভীর
মহাসমাবেশের আগে বিএনপির ৫ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার: রিজভী