জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুবলীগের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল।
আরও পড়ুন: শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আইনজীবী অ্যাড. মামুনুর রশীদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের শোষিত মানুষের নেতা। বঙ্গবন্ধু তার পুরোটা জীবন এ দেশের মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন।
সুব্রত পাল বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতা ছিলেন না। তিনি ছিলেন বিশ্বনেতা। তিনি তার শৈশবকাল থেকেই শোষিতের পক্ষে সারাজীবন লড়াই চালিয়ে গেছেন। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ আজ বিশ্বের বুকে গর্বিত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদযাপিত
যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, সুভাষ হাওলাদার, মো. নবী নেওয়াজ, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সম্পাদক এ কিউ এম মুক্তাদিউর রহমান শিমুল, কার্যনির্বাহী সদস্য শাম্মি খান, ইঞ্জিনিয়ার মোক্তার চৌধুরী কামাল প্রমুখ।