বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে অকল্পনীয় ভোটার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান।
তিনি বলেন, ‘আমরা সিইসিকে দিয়ে প্রতিটি সিসি ক্যামেরা মনিটরিং করছি। সকাল থেকে এমন উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতি কল্পনার বাইরে। এটি আমাদের স্বস্তি দিয়েছে যে কমিশনের সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাদের ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করেছে।’
তিনি রাজধানীর আগারগাঁও ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে খুলনা ও বরিশাল সিটি নির্বাচন পর্যবেক্ষণ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন।
ইসি বলেন, ‘আমি কারো কাছ থেকে কোনো ধরনের অসহযোগিতা পাইনি। ভোটাররা কোনো বাধা ছাড়াই কেন্দ্রে আসেন। প্রার্থীরা সহযোগিতা করছেন এবং কোনও বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়নি।’
দুই সিটিতে সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
আরও পড়ুন: খুলনা সিটি নির্বাচন: অনেকগুলো কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
তিনি বলেন, ভোট কেন্দ্রের আশেপাশে ভোটার থাকলে বিকাল ৪টার পরও ভোট চলবে।
এই প্রথম ঢাকার ইসি মিলনায়তনের অস্থায়ী কন্ট্রোল রুম থেকে দুই সিটির নির্বাচন পর্যবেক্ষণে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে।
আহসান বলেন, ‘আমরা আমাদের নিজস্ব মনিটরিং টিমের কাছ থেকে মাঠপর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি।’
তিনি আরও বলেন, আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বরিশাল গেছেন, যুগ্ম সচিব মনিরুজ্জামান দশজন কর্মকর্তাসহ খুলনায় গেছেন। আমি তাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি তা খুবই ইতিবাচক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন।’
ভোটে ইভিএম ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ সমস্যামুক্ত হয়েছে। আমরা কোনো অভিযোগ পাইনি।’
আরও পড়ুন: কেসিসি নির্বাচন: এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, জাপা মেয়র প্রার্থীর অভিযোগ
বরিশাল সিটি নির্বাচন: এজেন্টদের ঢুকতে বাধা, ধীরগতিতে ভোটগ্রহণের অভিযোগ