সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে দু’জন মানুষের মৃত্যু নেই। একজন হলেন শেখ মুজিব, যিনি স্বাধীনতা দিয়েছেন। আরেকজন হলেন শেখ হাসিনা, যিনি দেশের অর্থনীতির রূপকার।
তিনি বলেন, তিনি দেশকে বদলে দিয়েছেন। এছাড়া সুনামগঞ্জ শহর একসময় গ্রামীণ বাজার ছিল। এখন সেই দৃশ্য আর নেই।
শনিবার সকালে সুনামগঞ্জ শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ সাত বছর পর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আমরা রাজনীতিকে ভালো মানুষের জন্য উপযুক্ত করতে পারিনি: সেতুমন্ত্রী
তিনি বলেন, হিংসা করে কোন লাভ নেই। বিএনপি’র জ্বালা শুধু বাড়ছেই। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, ফ্লাইওভার, ট্যানেল, একদিনে একশ’ সেতু উদ্বোধনের জ্বালা।
মন্ত্রী বলেন, বিএনপি’র গণ অভ্যুত্থান গেল কোথায়? ১০ ডিসেম্বর সরকারের পতন হাক ডাক আর নেই। আর কত লালকার্ড দেখাবেন। বিএনপি’র গনতন্ত্র গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে আহত হয়েছে। আমরা ডাকি সমাবেশ হয়ে যায় মহাসমাবেশ। বিএনপি ডাকে মহাসমাবেশ হয়ে যায় সমাবেশ।
সেতুমন্ত্রী আরও বলেন, খালেদা যখন ক্ষমতায় ছিলেন, তখন রাস্তায় দাঁড়াতে দেয়নি আমাদের। ১৪৪ ধারা জারি করা হতো। অফিসের সামনে সমাবেশ করতে পারিনি। ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করা হয়েছিল। কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
এছাড়া পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেশ। দুর্নীতিবাজদের মুখে গণতন্ত্র মানে ভুতের মুখে রাম। আমাদেরকে পালানোর ভয় দেখায়! আ’লীগ পালানোর দল নয়। সাহস থাকলে রাজপথে মোকাবিলা করুন। খেলা হবে। আগামী খেলা হবে ফাইনাল খেলা।
আরও পড়ুন: বিএনপির ১০ দফার মধ্যে মেনে নেয়ার মতো দাবি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: সেতুমন্ত্রী