তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পর্দার আড়াল থেকে যারা অগ্নিসংযোগ ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে,তাদেরকে গর্ত থেকে বের করে এনে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না: তথ্যমন্ত্রী
চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বিএনপি-জামায়াত জোটের নেতারা এখন ‘জনগণের শত্রুতে’ পরিণত হয়েছেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তারা যানবাহনে আগুন দিয়েছে এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘বিএনপি বলেছিল ২৮ অক্টোবর ফাইনাল হবে, কিন্তু ম্যাচের আগেই তারা মাঠ ছেড়ে চলে যায়। পুলিশ একটি গুলিও ছোড়েনি। পুলিশের সাউন্ড গ্রেনেডের কারণে মির্জা ফখরুলসহ সবাই মঞ্চ ছেড়ে চলে যান এবং নেতাকর্মীরাও তা অনুসরণ করেন। অর্থাৎ খেলা শুরুর আগেই মাঠ ছেড়েছে বিএনপি।’
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা ক্ষমতাসীন দল হিসেবে আমাদের দায়িত্ব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
আরও পড়ুন: সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গঠনে সম্পাদকদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান
বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউ: তথ্যমন্ত্রী