তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেখে মনে হচ্ছে পশ্চিমা দেশগুলো ইসরাইলের মতো বিএনপিকে উৎসাহিত করছে, কিন্তু বাস্তবে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে কেউ সমর্থন করে না।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর অবস্থান পরিষ্কার, তারা ইসরায়েলকে সমর্থন করে। একদিকে পশ্চিমা দেশগুলো মানবতাবিরোধী অপরাধে জড়িত ইসরাইলকে উৎসাহ দিচ্ছে, অন্যদিকে মির্জা ফখরুল বলছেন, তারাও (পশ্চিমা দেশগুলো) তাদের সমর্থন করছে। কিন্তু বিএনপির আন্দোলনে কারো সমর্থন নেই।
আরও পড়ুন: হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচন বর্জন করতে চায়: হাছান মাহমুদ
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সোমবার (১৬ অক্টোবর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির বিদেশ নির্ভরতার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই। তাই জনগণের দিকে না তাকিয়ে বিএনপি এখন কাকের মতো দূরদেশ থেকে কে কী বলেছে, তার দিকে তাকিয়ে আছে।
নির্বাচনের আগে সংলাপের বিষয়ে বিদেশি সুপারিশের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, জনগণই ক্ষমতার মালিক। তারাই সিদ্ধান্ত নেবে কে দেশ চালাবে আর কে চালাবে না।
বন্ধুপ্রতীম দেশগুলোর যে কেউ যেকোনো কিছু সুপারিশ করতে পারে, কিন্তু মানুষ কী চায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ড. হাছান মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনের কোনো প্রয়োজন বা বাধ্যবাধকতা নেই।
তিনি বলেন, চলমান সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে কাজ করবে।
ফিলিস্তিন ইস্যুতে বিএনপির নীরবতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের হত্যা করছে। কিন্তু মানবতাবিরোধী এই অপরাধের বিষয়ে বিএনপি নীরব।
একটি বড় শক্তি অসন্তুষ্ট হতে পারে, তাই নীরব থেকে বিএনপি আসলে এই বর্বরতা, নৃশংসতা, যুদ্ধাপরাধ ও ইসরায়েলের পক্ষ নিয়েছে।
আরও পড়ুন: ফিলিস্তিনের বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে ইউরোপীয় দেশগুলো : ড. হাছান মাহমুদ