বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের দলের বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচিতে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমি বলতে চাই, আমাদের কর্মসূচিতে এ ধরনের হামলা করার জন্য আপনাদেরকে (আওয়ামীলীগ কর্মী ও পুলিশ) চিহ্নিত করা হচ্ছে। জনগণ আপনাদের চিহ্নিত করছে যে আপনারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং জনসাধারণের সমস্যা নিয়ে কথা বলার জন্য আমাদের লাঠি দিয়ে আঘাত করছেন।’
বৃহস্পতিবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে তিন বিরোধীদলীয় নেতা নিহতের প্রতিবাদে ঢাকা দক্ষিণ মহানগর শাখার যাত্রাবাড়ী জোন শহরের সায়দাবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ‘বিদেশিদের’ পরামর্শের ওপর নির্ভর করছে না: খন্দকার মোশাররফ
এই বিএনপি নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দিন ঘনিয়ে আসায় অদূর ভবিষ্যতে দমনকারীদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, গত ১৫ বছরে অনেক হামলা, মামলা, গুম করেও সরকার বিএনপিকে দমন করতে পারেনি। আমরা বলতে চাই বিএনপিকে দুর্বল করার জন্য আর কোনো নিরর্থক প্রচেষ্টা চালাবেন না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ জনসেবক হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপনারা কোনো দলের কর্মকর্তা-কর্মচারী নন। আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারী… আমাদের কর্মসূচিতে এভাবে আক্রমণ করে আপনারা জনসেবক হিসেবে আপনাদের শপথ ভঙ্গ করছেন। আমরা শুধু এটুকুই বলতে চাই, আপনারা অনুগ্রহ করে আমাদের নেতা-কর্মীদের ওপর আর কোনো হামলা করবেন না।’
বিএনপির এই নেতা বলেন, সরকার ব্যাপক দুর্নীতি করে দেশকে চরম সংকটে ফেলেছে। ‘আমাদের রিজার্ভ ও আমদানি কমেছে এবং ডলারের সংকট রয়েছে। তারা শেয়ারবাজার, রিজার্ভ ও ব্যাংক লুট করেছে।’
দেশের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে গণতন্ত্র পুনরুদ্ধারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
মোশাররফ বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতা দখল করেছেন। জনগণ আর চায় না গণতন্ত্রের হত্যাকারীরা ক্ষমতায় থাকুক। এখন আমাদের দায়িত্ব দেশের জনগণকে, সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করা এবং এই ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করা।’
আরও পড়ুন: বর্তমান ইসির সঙ্গে বিএনপি সংলাপে যাবে না: খন্দকার মোশাররফ
করোনা সংক্রমণ প্রতিরোধে ইমামদের বড় ভূমিকা রয়েছে: খন্দকার মোশাররফ