বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে তাদের দলের অংশগ্রহণ নির্ভর করবে জনগণের সিদ্ধান্তের ওপর, বিদেশিদের পরামর্শের ওপর নয়।
শনিবার সিলেট জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন। আমরা মনে করি বাংলাদেশে নির্বাচন হবে এবং এখানকার জনগণই পরামর্শ দেবে বিএনপি নির্বাচনে যাবে কি না।
আরও পড়ুন: বিরোধী দলকে দমনে নতুন খেলা শুরু করেছে সরকার: ফখরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেছেন দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এ ব্যাপারে জনগণ আস্থা অর্জন করলেই তাদের দল নির্বাচনে যাবে। যখন তারা মেশিনের মাধ্যমে নয়, নিজ হাতে ভোট দিতে পারবে। কিন্তু আমরা বিদেশিদের পরামর্শে নির্বাচনে অংশ নেব না।
বিএনপির এই নেতা বলেন, সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না।
তিনি বলেন, ‘নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে আমেরিকার আনুকূল্য চেয়ে দেশের রাজনৈতিক সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানই সমাধানের একমাত্র উপায়।’
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে বাংলাদেশের ‘স্বচ্ছ ও স্বাধীন’ নির্বাচন কমিশনের বিষয়ে জানিয়েছেন যা স্পষ্টতই বিএনপিকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার পরামর্শ দিয়েছে তাকে।
আরও পড়ুন: বিএনপি নেতাদের সাজা দিতে সেল গঠন করেছে সরকার: মির্জা ফখরুল