বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০১৩-১৪ সালে যারা অগ্নি সন্ত্রাস, নাশকতা করে দেশকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে, সেই বিএনপির মুখে গণতন্ত্র মানায় না।
শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে দীপু মনি অংশগ্রহণ করেন। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, তাদের যে ঐক্যজোট, তা বার বার জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে তারা নিজেরাই বের হতে পারছে না। গত জাতীয় নির্বাচনে আমরা তাদের ঐক্যেজোটের অবস্থা দেখেছি।
আরও পড়ুন: শিক্ষার মানের উন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না: শিক্ষামন্ত্রী
তিনি আরও বলেন, কিছু জনবিচ্ছিন্ন, জনগণ প্রত্যাখ্যাত, তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে; পৃথিবীর কোথাও তা হয় না। কোনো আন্দোলন করতে হলে, জনগণের দাবি থাকতে হবে। আর সেই দাবি জনগণের দাবি না হলে, সেই দাবির ফল পাওয়া যায় না।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, কচুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, কচুয়ার পৌর মেয়র নাজমুল আলম স্বপন, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সমন্বয়ের আহ্বান শিক্ষামন্ত্রীর
দ্রব্যমূল্য নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় কিছু অসাধু লোক: শিক্ষামন্ত্রী