আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেকোনো উপায়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য শনি ও রবিবারের হামলা বিএনপির পূর্বপরিকল্পিত।
তিনি বলেন, ‘শনি ও রবিবারের হামলা বিএনপির পূর্বপরিকল্পিত। তারা দীর্ঘদিন ধরে হামলার প্রস্তুতি নিচ্ছিল।’
রবিবার (২৯ অক্টোবর) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে বিএনপি গোপনে তাদের সন্ত্রাসী রাজনীতির স্টাইল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিল। তারা তাদের পুরনো পথ, তাদের ভয়ংকর রাজনীতিতে ফিরে আসতে সময় নিচ্ছিল। সময়মতো তারা তাদের ষড়যন্ত্রের পরিকল্পনা বাস্তবায়নের পথ বেছে নিয়েছে।’
মন্ত্রী বলেন, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জ করেছে।
আরও পড়ুন: ‘বাইডেনের উপদেষ্টা’ পরিচয় দেওয়া ব্যক্তি ইসরাইলের এজেন্ট: তথ্যমন্ত্রী
তিনি বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা দেশের বিচার বিভাগের অবমাননা।
তিনি আরও বলেন, ‘গত দুই দিনে তারা কী করেনি? বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে বিএনপি-জামায়াত জোট আবারও নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।’
কাদের বলেন, বিএনপি ও তাদের জোট গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী না হওয়ায় সুষ্ঠু ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে।
তিনি আরও বলেন, ‘‘গতকাল প্রকাশ্য দিবালোকে নৃশংস হামলা ও একজন পুলিশ সদস্যকে হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে অগ্নিসংযোগ ইত্যাদি তারেক রহমানের 'টেক ব্যাক' ফর্মুলার অংশ।’’
আরও পড়ুন: সহিংসতার দায় বিএনপির নেতারা এড়াতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলাকারী 'অপরাধীদের' বিচারের আওতায় আনা হবে: হাছান মাহমুদ