বিএনপির সভা-সমাবেশ বন্ধ করতে সরকার জনসমাবেশ বন্ধসহ নতুন বিধিনিষেধ আরোপ করেছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু বিএনপির সমাবেশ ঠেকানোর জন্যই বিধিনিষেধ আরোপ করা হয়েছে কি না তা নিয়ে জনগণ প্রশ্ন করছে। কারণ জনগণ সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ১৪৪ ধারা ভঙ্গ করে জনগণ তাদের দলের সমাবেশে যোগ দেয়ায় সরকার ভয় পেয়েছে।
রিজভী সতর্ক করে বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, যত ষড়যন্ত্রই করা হোক না কেন বর্তমান সরকারের পতন ঠেকানো যাবে না। মামলা, সাজা ও বিধিনিষেধ দিয়ে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে জনগণকে আর দমন করা যাবে না।
ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির কারণে সরকার সোমবার জনসমাগম, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। ১৩ জানুয়ারি থেকে এসব বিধিনিষেধ কার্যকর হওয়ার কথা রয়েছে।