বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপির হাতে গণতন্ত্র, ভোট, নিরাপত্তা, মুক্তিযুদ্ধ, কিছুই নিরাপদ নয়। তারা একাত্তরের বাংলাদেশ চায় না। তারা হত্যা ও সন্ত্রাস চায়। তারা দুর্নীতি ও স্বৈরাচার চায়।’
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ শ্রমিক লীগ আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি অনুমতি ছাড়া কোনো সমাবেশ করলে পালাবার পথ পাবে না। বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি বলেছে আওয়ামী লীগকে কবরস্থানে পাঠাবে। বিএনপির রাজনীতিরই এখন কবরস্থানে যাওয়ার পালা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে তিনি বলেন, সরকার যদি অবৈধ হয়, তাহলে খালেদা জিয়ার মুক্তির জন্য অবৈধ সরকারের কাছে আবেদন করলেন কেন?
আরও পড়ুন: বাংলাদেশের মানুষের বঞ্চনার ইতিহাস দূর হয়ে গেছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সরকারের অনুমতি নিতে হবে; অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, যারা ভাঙচুর করতে আসবে তাদের শায়েস্তা করা হবে।
তিনি দলের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ নয়। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ অনেক শান্তিপূর্ণ। তার মতো সৎ নেতা রাজনীতিতে বিরল বলেও উল্লেখ করেন কাদের।
আরও পড়ুন: সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নেত্রী ডাকলে সাড়া দিতে বলেন। বিএনপির হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে।
মহাসমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: বিএনপি এক দফার দাবিতে থাকলে নির্বাচনী বাস মিস করবে: সালমান এফ রহমান