বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তাদের দলের ১০ দফার মূল দাবি সরকারের পতন ঘটানো।
তিনি বলেন, ‘সরকার দেশকে যে পরিস্থিতি নিয়েছে সেখান থেকে দেশকে বাঁচাতে আমরা ১০ দফা ঘোষণা করেছি..আসলে ১০ দফার মূল পয়েন্ট হলো সরকারের পতন। এই সরকারের পতন করতে পারলে ১০ দফার সবগুলো পূরণ হবে।’
আরও পড়ুন: বিএনপি কার্যালয়ে পুলিশ লুটপাট, ভাংচুর করেছে: খন্দকার মোশাররফ
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের জনগণ ইতোমধ্যে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ হচ্ছে।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমি এখানে (মিটিংয়ে) শুনেছি যে ১১-দলীয় জাতীয়তাবাদী জোট যাত্রা শুরু করেছে। এর আগে ১২টি দল জোট গঠন করে ঘোষণা দেয় এই সরকারের দুঃশাসন থেকে দেশকে বাঁচাবে। এভাবেই গণতন্ত্র মঞ্চ গঠিত হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি বিরোধী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, ১০ দফা কোনো দলের দাবি নয়, জনগণের দাবি। ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে, রাস্তায় নামা ছাড়া আর কোনও উপায় নেই মানুষের।’
তিনি বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের সমস্যা সমাধানে সমাজের সর্বস্তরের জনগণ ও সব গণতান্ত্রিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অভিযানের নামে গত ১৫ দিনে সারাদেশে প্রায় ২৪ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা।
মির্জা ফখরুলসহ গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানান তিনি।
আরও পড়ুন: রাজনৈতিক, অর্থনৈতিক সংকট মোকাবিলায় আ.লীগ সরকারকে 'অবশ্যই' ক্ষমতাচ্যুত করতে হবে: মোশাররফ