বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডাকসুর সাবেক ভিপি আমানকে বেলা দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয় বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার করোনা পরীক্ষা করান আমান এবং তার ফলাফল পজিটিভ এসেছে।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক আকরাম খান
আমান সুস্থ আছে জানিয়ে তিনি বলেন, তার কোনো বড় ধরনের জটিলতা নেই।
আমান ১৯৯০ সালে ডাকসুর ভিপি ছিলেন এবং ঢাকা-৩ আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হন তিনি।