বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের আড়াই মাস পর শুক্রবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
আরও পড়ুন: সরকারি অফিসে অস্ত্রের মহড়া: আ’লীগ-যুবলীগের ৩ নেতাকে বহিষ্কারের সুপারিশ
নিপুণ রায় দুপুর ১টার দিকে কারাগার থেকে বের হন বলে নিশ্চিত করেছেন তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
কারাগারের সামনে বিএনপির নেতা-কর্মীরা নিপুণকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন।
আরও পড়ুন: পরীমণির ঘটনায় সন্দেহের গন্ধ খুঁজছে বিএনপি
হেফাজতে ইসলামের হরতালের সময় বাসে আগুন দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে গত ২৮ মার্চ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রায়ের বাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: হৃদযন্ত্র, কিডনির সমস্যায় জ্বরে ভুগছেন খালেদা জিয়া: ফখরুল
গত ১৬ জুন উচ্চ আদালত নিপুণের জামিন আবেদন মঞ্জুর করায় তিনি কারাগার থেকে মুক্তি পেলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।