বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য অর্জনকে সামনে রেখে নতুন জোট গঠন করা হয়েছে।
সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
এসময় ড. কামাল হোসেন বলেন, ‘কোনো দলের স্বার্থ রক্ষার জন্য নয়, দেশের ১৬ কোটি মানুষের স্বার্থে আমরা এই ঐক্য গঠন করছি।’
তার আশা, একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশও পরে নতুন জোটে যোগ দেবে।
বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের দুই নেতা- জেএসডি সভাপতি আসম আবদুর রব এবং মাহমুদুর রহমান মান্না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তবে বদরুদ্দোজা চৌধুরী এসময় হাজির ছিলেন না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন ও ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসসের (ডাকসু) সাবেক সহসভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।