মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, মেয়র পদে দলের মনোনয়ন ফরম বিক্রি হবে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার। মনোনয়ন প্রত্যাশীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে সেদিন বিকাল ৪টার মধ্যে ১০ হাজার টাকা দিয়ে ফরম কিনতে পারবেন। শুক্রবার বিকাল ৪টার মধ্যে ফরম জমা দেয়ার সময় এক লাখ টাকা জামানত দিতে হবে।
দলীয় মনোনয়ন বোর্ড শনিবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেবে বলে তিনি জানান।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী তাদের দল আসন্ন সিটি নির্বাচনে অংশ নেবে। অবশ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না তা পর্যবেক্ষণ করবেন বলেও তিনি জানান।