সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব সমাবেশে যোগ দিতে শুক্রবার সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ারী উদ্যানে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার আওয়ামী যুবলীগ নেতাকর্মী সমবেত হতে থাকেন।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ইউএনবিকে বলেন, দুপুর আড়াইটার দিকে ক্ষমতাসীন আওয়ামী যুব লীগের বার্ষিক সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ৪ দিনের আসাম সফরে বাংলাদেশ প্রতিনিধিদল
সমাবেশস্থলে যাওয়ার জন্য নেতাকর্মীরা শ্লোগান দিয়ে যানবাহনে ও মিছিল নিয়ে আসছে। এতে নগরীতে যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানসহ এর আশপাশের এলাকা মিছিলে ভরে যায়। বিশেষ করে সমাবেশে যোগ দিতে এ উপলক্ষে তৈরি টি-শার্ট পরে সারাদেশ থেকে নেতাকর্মীরা এসেছেন।
কেউ কেউ রিজার্ভ বাস, পিকআপ, মোটরসাইকেলের বহর নিয়ে যোগ দেন আবার অনেককে পায়ে হেঁটে সমাবেশে যোগ দিতে দেখা যায়।
লোহাগড়ার যুবলীগ কর্মী ফারুক হাসান জমির বলেন, ‘আমি রাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হল প্রাঙ্গণে গাড়িতেই থাকি। এত বড় সমাবেশ এবং সম্মেলনে এত লোক দেখতে পেয়ে আমি খুশি।’
ঢাকা মহানগরী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে যুবলীগের নেতাকর্মীরাও পূর্ণ উদ্যমে বাস-ট্রাকে করে মিছিল নিয়ে আসছেন।
বর্ণিল প্ল্যাকার্ড, সাংগঠনিক পতাকা, ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছে সম্মেলন এলাকা।
সোহরাওয়ার্দী উদ্যানের ভিআইপি গেট ছাড়া বাকি সব গেট দর্শকদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।
মানিকগঞ্জ যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, ‘আমরা আশা করি এই সম্মেলনের মাধ্যমে আমরা সব অপশক্তিকে শক্ত জবাব দেব। যুবলীগ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করবে এই সম্মেলন থেকে।’
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ৪ দিনের মেঘালয় সফরে বাংলাদেশ প্রতিনিধিদল
ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত