জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দেশে লুণ্ঠনের রাজনীতি তৈরি হয়েছে। যে যত বেশি লুণ্ঠন করতে পারে, সে তত বেশি সম্মানিত।’
মঙ্গলবার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে কৃষক সম্প্রদায় নিয়ে জাপা'র সহযোগী সংগঠন জাতীয় কৃষক পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাতির মধ্যে বিরাজমান বাস্তবতাকে তুলে ধরার আগে মৌলিক গণতান্ত্রিক আদর্শ তুলে ধরে জিএম কাদের বলেন, দেশ সঠিকভাবে না চললে দেশের জনগণ আবারও নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি বদল করবে।
তিনি বলেন, জনগণই দেশের সম্মিলিত মালিক এবং তারাই সিদ্ধান্ত নেবে কে শাসন করবে এবং কীভাবে তাদের ভোটাধিকার চর্চা করবে।
জাপা চেয়ারম্যান বলেন, ‘কারও দয়ায় নয়, আমরা জনগণের ভালোবাসায় ক্ষমতায় আসতে চাই। আমরা বিশ্বাস করি যে জনগণই দেশের মালিক এবং তারাই সিদ্ধান্ত নেবে কার দ্বারা এবং কীভাবে দেশ পরিচালনা করা হবে।’
আড়ও পড়ুন: সরকারের সমালোচনা কখনও রাষ্ট্রদ্রোহী হতে পারে না: জিএম কাদের
জিএম কাদের বলেন, ‘এটা দুঃখজনক যে যারা দেশের জন্য ভাল কাজ করতে চায় তারা তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে না।’ তিনি আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান তার ভাইয়ের দ্বারা প্রতিষ্ঠিত দলের সভাপতি হিসাবে তার কার্যক্রমে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছেন।
সব খালি জমি কৃষির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, ‘পুলিশ সামান্য টাকার জন্য কৃষকদের হয়রানি করছে। কৃষকদের বাঁচাতে সরকারকে যে পরিমাণ ভর্তুকি দেয়া দরকার তা দেয়া উচিত।’
জাতীয় কৃষক পার্টির সভাপতি সহিদুর রহমান টেপার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় কৃষক পার্টির অন্যান্য নেতাকর্মী।
আরও পড়ুন: সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মোবাইল ফোন ট্যাপিং অনৈতিক: জিএম কাদের