মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তার সাজার ছয় মাসের স্থগিতাদেশের একদিন পর ২৫ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।
শর্ত অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেয়া হবে না, বাসায় থাকতে হবে এবং সেখানে চিকিৎসা নিতে হবে।
২৫ আগস্ট খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে মুক্তির আদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন।
রাজধানীর গুলশানের বাসভবনে থেকে চিকিৎসা নেয়া এবং দেশ ছেড়ে যাবেন না এমন দুটি শর্তের ভিত্তিতে খালেদার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে দেয়ার বিষয়ে গত ৩ সেপ্টেম্বর ইঙ্গিত দেয় আইন মন্ত্রণালয়।
এর আগে, মানবিক দিক ও বয়স বিবেচনায় গত ২৫ মার্চ বিএনপি চেয়ারপার্সনের কারাদণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি দেয় সরকার।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান।