তিনি বলেন, ‘সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার মূল পরিকল্পনাকারী হচ্ছে বিএনপি।’
নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না: কাদের
কাদের বলেন, ‘সরকারকে উৎখাত করতে বিএনপি তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে। তারা সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে, নির্বাচনে ব্যর্থ হয়ে অন্ধকার চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি এ সরকারকে উৎখাত করতে পারবে না।’
দলের শৃঙ্খলা ভঙ্গ করে, সরকারকে প্রশ্নবিদ্ধ করে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করে এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জন্ম গ্রহণ করেছিলেন বলেই আমরা আমাদের স্বাধীনতা, আমাদের পৃথক ভূখণ্ড এবং লাল সবুজের পতাকা পেয়েছিলাম। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন ঘন সবুজের মাঝে লাল রক্তের বৃত্ত থাকবে, যতদিন চন্দ্র সূর্য উদিত হবে, যতদিন পাখিরা গান গাইবে, যতদিন সমুদ্রের গর্জন থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালির হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবেন না।
আরও পড়ুন: তারেককে দিয়ে বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান উদ্বোধন মুক্তিযুদ্ধের অসম্মান: কাদের
বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, শেখ হাসিনা দলীয় শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। যেকোনোভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে সে যতই বড় নেতা হোক তাকে তিনি কোনো ছাড় দিচ্ছেন না। তার নেতৃত্বে বর্তমান সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। দেশে সুশৃঙ্খল গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে সবচেয়ে সাহসী, সবচেয়ে সৎ, সবচেয়ে সুশৃঙ্খল নেতা হিসেবে একটি উল্লেখযোগ্য অবস্থান সুনিশ্চিত করেছেন।
সম্মেলনে প্রধান বক্তা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীকে বিভিন্ন ধরনের হয়রানি ও মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। আমাদেরকে শুধু জামিন নিতে হয়েছে। এখন আপনারা সবাই মায়ের কোলে আছেন, আরামে খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন।
আরও পড়ুন: কাদের মির্জাকে ‘চাঁদাবাজ, মাদকাসক্ত, দুশ্চরিত্রবান’ বললেন ফেনীর আ’লীগ নেতারা
মন্ত্রী আরও বলেন, অপশক্তিরা আর মাথা চারা দেয়ার চেষ্টা করবেন না। আপনারা তাওবা পড়ে নৌকা মার্কায় ভোট দিয়ে নিজের জীবনকে ধন্য করেন। দেশের উন্নয়ন করেন, দেশকে ভালোবাসেন, দেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আসেন, দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলেন।
নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলাল ও ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলসহ স্থানীয় নেতা-কর্মীরা।