বুধবার দুপুরে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে পৌর মেয়র কারিবুল হক রাজিন তার সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বুধবার সকাল ১১টার দিকে শিবগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগের দলীয় কর্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সমর্থকরা ধাওয়া করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আওয়ামী লীগের দুই পক্ষ আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলনে একে অপরকে দোষারোপ করে শাস্তির দাবি করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্য্যাটাস দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।