বিএনপিকে দাঙ্গা-হাঙ্গামা আর মানুষ মারার রাজনীতি পরিহার করে নির্বাচনের পথে এসে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান৷
তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে সরকার পরিবর্তন করতে পারবেন না।
আরও পড়ুন: এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন করলেন সালমান এফ রহমান
শনিবার (৪ নভেম্বর) সকালে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক সমিতি এ সমাবেশের আয়োজন করেন।
সালমান এফ রহমান বলেন, সরকার পরিবর্তন করতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে ক্ষমতা তুলে দেবেন।
সরকার পতনে বিএনপির দেওয়া ডেডলাইনকে ভুয়া আখ্যায়িত করে সালমান এফ রহমান বলেন, তারা গত বছর বলেছিল ১০ ডিসেম্বরের পর সরকার থাকবে না। এরপর অনেকগুলো ডেট দিয়েছিল।
তিনি আরও বলেন, সবশেষ ২৮ অক্টোবর ও ৩ নভেম্বরের ডেডলাইনের কথাও তারা বলল। কিন্তু আজ ৪ তারিখ এখনও দেখতাছি সরকার আছে। এ ভুয়া কথা বলে জনগণকে বিভ্রান্ত করে লাভ হবে না।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী কৃষিখাতের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এখন শিক্ষা ও স্বাস্থ্যখাতের মান উন্নয়নে কাজ করতে হবে। ইতোমধ্যে সরকার এ নিয়ে ব্যাপক কাজ শুরু করেছেন।
শিক্ষকদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, আপনারা হলেন শিক্ষিত সমাজ। আপনারা কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। যদি তা না বলেন তাহলে আমি মনে করি আপনারা নিজেরা নিজেদের বিবেকের সঙ্গে বেইমানি করলেন।
আরও পড়ুন: অগ্নিসংযোগ করে নির্বাচন থামানো যাবে না: সালমান এফ রহমান