মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস ও ছবি দিয়ে শোকপ্রকাশ করায় কিশোরগঞ্জে সাত নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। সেইসঙ্গে অভিযুক্তদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হচ্ছেন- কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া রাজু, রাকিব চৌধুরী ও ওয়াসিম খান এবং যুগ্মসাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান; পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন; একই উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাছির এবং বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. রাকিব আল হাসান ডেবিড রাকিব।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: নওগাঁয় ছাত্রলীগের ১৪ নেতাকে অব্যাহতি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাত ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হলো।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও ছবি পোস্ট করার বিষয়টি প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের এক সিদ্ধান্তে এই সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ রকম নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কাজ আরও যদি কেউ করে থাকে, তাদেরকেও খুঁজে বের করে তাদের বিরুদ্ধে অনুরূপ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট: খুলনায় ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী বহিষ্কার