বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, ‘ভোট ডাকাতির’ মাধ্যমে আবার ক্ষমতায় আসতে অনুগত নির্বাচন কমিশন গঠন করতে সরকার ‘নাটক’ এর অংশ হিসেবে সার্চ কমিটি গঠন করেছে।
তিনি বলেন, ‘সার্চ কমিটি বর্তমান সরকারের প্রতি অনুগত থাকবে। এই কমিটিতে শেখ হাসিনা বা সরকার যাদের নাম দেবেন তারাই নির্বাচন কমিশনার হবেন।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনের দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, তাদের দল মনে করে বর্তমান সার্চ কমিটির অধীনে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নেয়ার কোনো মানে হয় না।
আরও পড়ুন: সার্চ কমিটির নামে ‘আওয়ামী খাস কমিটি’ গঠিত: বিএনপি
তিনি বলেন, ‘তাই এই সার্চ কমিটি গঠন হলো পুরনো স্টাইলে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সরকারের একটি নাটক।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেছেন, তাদের দল ও জোটের শরিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তার অধীনে অনুষ্ঠিত আগের দুটি নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়নি।
জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে আগামী নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা বলতে চাই আপনি যা করছেন তা দেশের জনগণ পর্যবেক্ষণ করছে। যথেষ্ট হয়েছে। শুধু বাংলাদেশের জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বলছে যথেষ্ট হয়েছে। বর্তমান পরিস্থিতিকে এভাবে চলতে দেয়া যায় না।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান 'স্বৈরাচারী' শাসকসকগোষ্ঠী যদি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত না করে তাহলে তাদের দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।
মোশাররফ বলেন, ‘আমরা একটি জাতীয় ঐক্য গঠনের চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব। সবাই সেই আন্দোলনের জন্য প্রস্তুত হোন।’
সাংবাদিক দম্পতি সাগর-রুনির চাঞ্চল্যকর হত্যা মামলার ১০ বছর পার হয়ে গেলেও কোনো অগ্রগতি না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘সাগর ও রুনি নিশ্চয়ই সরকারের কিছু গোপন খবর জানতেন। যে কারণে সেদিন তাদের হত্যা করা হয়েছিল। এটা দুর্ভাগ্যজনক যে গত ১০ বছরেও মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হয়নি, বিচারের কথা তো বলাই বাহুল্য।’
আরও পড়ুন: সার্চ কমিটি একটি অর্থহীন চর্চা: বিএনপি