বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রীকে বহনকারী একটি গাড়িবহর মঙ্গলবার হামলার শিকার হয়। সেসময় ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় সমাবেশের পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছিলেন।
তবে এ ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, ছাত্রদল নেতা নুরুল ইসলাম ও শাহেদ আহমদ।
আরও পড়ুন: নাটোরে বিএনপির কার্যালয় আ.লীগ নেতাকর্মীদের ভাঙচুরের অভিযোগ
ইলিয়াস আলীর স্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসীনা রুশদির লুনা বিকালে জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালবাজারে নির্বাচনী প্রচারণার সময় তার গাড়িতে উঠলে ছাত্রলীগের একটি দল এ হামলা চালায় বলে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।
হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহও আহত হয়েছেন বলে দাবি করেছে তারা।
হামলার পরপরই বিএনপির এই নেতার গাড়িবহর তাকে নিয়ে তাজপুর বাজারের উদ্দেশে ঘটনাস্থল ত্যাগ করেন। এখানেই তিনি আসন্ন সমাবেশের জন্য লিফলেট বিতরণ করছিলেন।
সেখান থেকে তিনি দয়ামীর বাজারে যান এবং সেখানেই পুলিশ তার সঙ্গে প্রচারণা চালাতে থাকা তিন ছাত্রদল নেতাকে আটক করে।
জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম হামলায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
তিনি দাবি করেন যে হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয় এবং বিএনপি মিথ্যা অভিযোগ করছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন নিশ্চিত করেন যে তারা গাড়িবহর হামলার সঙ্গে জড়িত তিন ছাত্রদল নেতাকে আটক করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন: যুগপৎ আন্দোলনের রূপরেখা নিয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বসেছে বিএনপি
ফখরুলের সঙ্গে কানাডা রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় নির্বাচন ও মানবাধিকার