আগামী সাধারণ নির্বাচনের আগে দল ও এর সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর পদক্ষেপের অংশ হিসেবে রবিবার স্বেচ্ছাসেবক দলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কটূক্তি: নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
জিলানী স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণ মহানগর শাখার সাবেক সভাপতি এবং রাজীব বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) সাবেক সভাপতি ছিলেন।
এছাড়া সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীকে সহসভাপতি এবং সাইফুল ইসলাম ফিরোজকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক জেসিডি সভাপতি নাজমুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত: ভোলা থানার ওসিসহ ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা
স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি ইউনিটের আংশিক কমিটিও ঘোষণা করেছে বিএনপি।
শফিউদ্দিন সেন্টুকে স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি, জাকির হোসেনকে সাধারণ সম্পাদক এবং ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে স্বেচ্ছাসেবক দল ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ২০
এছাড়া আনোয়ার হোসেনকে ঢাকা উত্তর সিটি শাখার সভাপতি, আজিজুর রহমান মোসাব্বিরকে সাধারণ সম্পাদক ও ফরিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।