হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রত্যেক মানুষ, যাদের জন্ম বাংলাদেশে, তারা বাংলাদেশেরই নাগরিক। আপনাদের পুরো অধিকার আছে।’
তিনি বলেন, ‘আপনারা নিজেদের ছোট বা বাহিরের মনে করবেন না। আপনাদের অন্য দল করার অধিকার আছে। একথা আমরা বিশ্বাস করি। এটাই গণতন্ত্র। এজন্য আমরা জীবন দিতেও প্রস্তুত।’
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শনিদেব মন্দিরের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করে তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় আমরা এক সঙ্গে যুদ্ধ করেছি। তখন আমরা কেউ ভবিনি কে হিন্দু, কে মুসলমান।’
বিএনপির মহাসচিব ফখরুল সবাইকে সতর্ক করে বলেন, ‘আজকাল ফেসবুক, স্যোসাল মিডিয়া প্রতিনিয়ত সমাজকে অস্থির করে তুলছে। আমি এগুলো দেখি না।’
আরও পড়ুন: গোটা পৃথিবী হিংসা-প্রতিহিংসা ও হানাহানিতে বিভক্ত: মির্জা ফখরুল
এ সময় মন্দিরের ফলক উন্মোচন করেন প্রবীন আইনজীবী বলরাম গুহ ঠাকুরতা।
বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং, চিন্তাহরণ দেবনাথ ও সুভাষ চন্দ্র কুন্ডু। সভাপতিত্ব করেন সত্যজিৎ কুমার কুন্ডু।