হেফাজতে ইসলামের মহাসচিবের প্রেস সচিব মুনির আহমেদ জানান, দুপুর সোয়া একটার দিকে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নূর হোসাইন কাসেমী।
আরও পড়ুন: হেফাজতের নতুন আমির বাবুনগরী, কাসেমী মহাসচিব
জামিয়াত-ই-উলামা-ই-ইসলামের মহাসচিব কাসেমীকে শ্বাসকষ্ট ও সর্দিজনিত সমস্যায় গত ১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলেও জানান তিনি।
প্রেস সচিব মুনির বলেন, করোনা পরীক্ষায় হেফাজতে ইসলামের মহাসচিবের করোনাভাইরাস ধরা পড়েনি।
আরও পড়ুন: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি হেফাজতের
তিনি বলেন, বৃহস্পতিবার কাসেমীর অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
কওমি মাদরাসা ভিত্তিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার পর থেকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: বগুড়ায় হেফাজতে ইসলামের মিছিল ও সমাবেশ
গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত কাউন্সিলে তিনি সংগঠনের মহাসচিব নির্বাচিত হন কাসেমী। তিনি ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
আরও পড়ুন: পুলিশি বাধায় পণ্ড হেফাজতের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি