ঢাকার বুড়িগঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সহযোগিতায় নৌকাবাইচের আয়োজন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল মঙ্গলবার বিকাল ৪টার দিকে কেরানীগঞ্জের সোয়ারীঘাট লঞ্চঘাটে এ নৌকা বাইচের উদ্বোধন করেন।
আরও পড়ুন: চিত্রা নদীতে নারী-পুরুষের নৌকাবাইচ
কামরাঙ্গীরচরের ঢোডা ঘাট থেকে নৌকা বাইচ শুরু হয়ে শেখ জামাল স্কুলঘাট পর্যন্ত প্রায় আড়াই হাজার মিটার বাইচে ১১ দল অংশগ্রহণ করে। এতে ৬০ মাল্লার নৌকা ইভেন্টে শেখ বাড়ি শেখ রাসেল ও তার দল প্রথম স্থান অধিকার করে এবং ১২ মাল্লায় বরিশাল রোয়িং ক্লাব বিজয়ী হয়।
এরপর নৌকা বাইচের পুরস্কার বিতরণ উপলক্ষে কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
আরও পড়ুন: মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ
তিনি বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশের নৌকাবাইচ থাকলে নদী থাকবে। নদী দখল ও দূষণের আমাদের সকলকে সোচ্চার হতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে নৌকা বাইচ কিভাবে প্রসার ঘটানো যায় সেই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা চিন্তাভাবনা করছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি আতিকুল ইসলাম ও হাজি সেলিম।
সবশেষ অংশে এক মনোজ্ঞ লেজার শো ও আতশবাজির আয়োজন করা হয়।