বগুড়ার ধুনটে সিএনজি চালিত অটোরিকশা ও ডিজেলচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় ধুনট-জোড়শিমুল সড়কের ধুনট সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনজু মিয়া (৬৪) সারিয়াকান্দি উপজেলার চরপাড়া গ্রামের মথুরাপাড়া এলাকার হোসেন আলীর ছেলে।
আহতরা হলেন- একই উপজেলার কড়িতলা গ্রামের মনির হোসেনের ছেলে দুদু সরকার (৬২), মথুরাপাড়া এলাকার অসিম উদ্দিনের ছেলে বোচা মন্ডল (৬৫) ও তার স্ত্রী কোহিনূর খাতুন (৫৮)।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটক নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮ টায় বগুড়ার শেরপুর থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা ধুনট হয়ে সারিয়াকান্দি উপজেলার কড়িতলা এলাকার দিকে রওনা হয়।
পথিমধ্যে সকাল ৯ টায় ধুনট সরকারি ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডিজেল চালিত ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়।
স্থানীয়রা আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে।
সেখানে চিকিৎসক রনজু মিয়াকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিহাবুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিয়ে আসা রনজু মিয়াকে চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
আহত দুদু সরকারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং বোচা মণ্ডল ও কোহিনূর খাতুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরই এর চালক পালিয়ে গেছে।