বৃহস্পতিবার খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফয়সাল কাদের বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন ফুলতলা উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান ও কেএম জাকারিয়া এবং সাবেক পরিদর্শক সৈয়দ হাসমত আলী।
আরও পড়ুন: পিকে হালদারের আরও ২ সহযোগী গ্রেপ্তার
দুদক সূত্র জানায়, ২০০৯ থেকে ২০১৪ সালে ব্যাংকের ওই শাখায় গ্রাহকদের ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা প্রতারণার মাধ্যমে জালিয়াতি করা হয়। পরস্পর যোগসাজশে ৬২টি ভুয়া ঋণগ্রহীতার হিসাবের মাধ্যমে ঋণ দিয়ে এ জালিয়াতি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফয়সাল কাদের জানান, দীর্ঘদিন তদন্ত করার পর তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। তবে বর্তমানে আসামিদের সবাই পলাতক আছেন।
আরও পড়ুন: ওসি প্রদীপের জামিন না মঞ্জুর: সম্পত্তি ক্রোকের আবেদন
দুর্নীতির চিত্র:
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের ২ ধাপ অবনতি হয়েছে। গত বছর ১৪তম অবস্থানে থাকা বাংলাদেশ এবার নেমে গেছে ১২তম স্থানে।
তবে, বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা ২০২০ সালের দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বাংলাদেশের প্রাপ্ত স্কোরের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় খাদ্যগুদাম কর্মকর্তা বরখাস্ত, দুদকের মামলা
বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, সিপিআই ২০২০ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৬ যা আগের দুই বছরেও একই ছিল।
টিআই ১৮০ দেশ নিয়ে এ সূচক তৈরি করেছে।
তালিকায় সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী ১৮০ দেশের মধ্যে বাংলাদেশ ১২তম অবস্থানে রয়েছে যা সিপিআই ২০১৯-এর তুলনায় ২ ধাপ পিছিয়েছে এবং সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী ১৪৬তম যা গত বছরের তুলনায় অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
এ বছর একই স্কোর পেয়ে বাংলাদেশের সাথে তালিকায় নিম্নক্রম অনুযায়ী ১২তম অবস্থানে সম্মিলিতভাবে আরও রয়েছে উজবেকিস্তান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আগের বছরের মতো এবারও দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ রয়ে গেছে। এ ক্ষেত্রে ১৯ স্কোর নিয়ে প্রথমে আছে আফগানিস্তান।
আরও পড়ুন: রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যন ও সচিবের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশ সিপিআই সূচক অনুযায়ী ২০১২ সাল থেকে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অষ্টমবারের মতো এবারও দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
টিআইবি জানায়, সিপিআই ২০২০ অনুযায়ী বৈশ্বিক গড় স্কোর ১০০-এর মধ্যে পাওয়া গেছে ৪৩। সেই বিবেচনায় বাংলাদেশের স্কোর ২৬ হাওয়ায় দুর্নীতির ব্যাপকতা এখনও উদ্বেগজনক বলে প্রতীয়মান হয়।