ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামে ঘটা এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পেশায় কবিরাজ আমিরুল ওই এলাকার মৃত ফতে আলীর ছেলে। তিনি একাধিক বিয়ে করেছেন এবং তার অত্যাচারে টিকতে না পেরে আগের স্ত্রীরা সংসার ছেড়ে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
নির্যাতিত গৃহবধূর বাবার বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানার কাঞ্চনপুর গ্রামে।
তিনি জানান, সংসারের কাজে ভুল পেলেই আমিরুল তাকে বাড়ির গেট বন্ধ করে লোহার রড দিয়ে মারধর করতেন। সম্প্রতি তাকে অন্য পুরুষের সাথে মেলামেশার প্রস্তাব দিচ্ছিলেন আমিরুল। এতে রাজি না হওয়ায় অনেক মারপিটের শিকার হতে হয় তাকে। এ বিষয়ে তিনি শনিবার স্বজন ও স্থানীয়দের কাছে বিচার প্রার্থনা করেন। এতে আমিরুল আরও ক্ষেপে গিয়ে তাকে মারধর করেন এবং এক পর্যায়ে মাথার চুল কেটে দেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, ‘পুলিশ গৃহবধূকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রেখেছে। অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূ মামলা করেছেন।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক বলেন, ‘গৃহবধূর নির্যাতনের কথা শুনেছি। আমরা ইতোমধ্যে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা ন্যায়বিচার পেতে গৃহবধূর সাথে আছি।’