করোনা মহামারিতে স্কুল বন্ধ থাকায় বাড়িতে হেঁসে-খেলে দিন পার করছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার। এরই মধ্যে পরিবারের সদস্যরা তার বিয়ের আয়োজন করে।
শুক্রবার দুপুরে বিয়ের খবর পেয়ে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে অভিযান চালিয়ে ১৩ বছরের এই কিশোরীর বিয়ে পণ্ড করে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার।ৃ
আরও পড়ুন: বাল্য বিয়ে পড়ানোর অভিযোগে লালমনিরহাটে কাজি আটক
তিনি জানান, উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফারজানা আক্তারের সাথে বিজয়নগর উপজেলার পাহাড়পুরের দুলাল মিয়ার ছেলে সজীব মিয়ার (২৩) বিয়ের আয়োজন করা হয়। গোপন খবরের ভিত্তিতে ওই স্কুল ছাত্রীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়। বরযাত্রী তখনও বিয়ের আসরে পৌঁছায়নি। পরে মেয়ের বাবাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বিয়ের বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে বাল্য বিবাহ নিরোধ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী ৫ বছরের আগে তিনি তার মেয়ে বিয়ে দিবেন না এই শর্তে মুচলেকা দেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে এক রাতে বন্ধ হলো ৬ বাল্য বিয়ে
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সহিদ মিয়া, মহিলা ইউপি সদস্য সাফিয়া খাতুন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।