চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে খাল থেকে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে নিখোঁজ ব্যক্তি আবুল কালামের (৬৩) লাশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ডাউকি ইউনিয়নের সাতকপাটের জিকে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আবুল কালাম কাঁচাবাজার পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
আরও পড়ুন: নাটোর জেলা যুবলীগ সভাপতির বাসা থেকে গুলিসহ ওয়ান শুটারগান উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীকে বাঁচাতে জিকে খালের পানিতে আবুল কালাম ঝাঁপ দেন। তিনি উপস্থিত মানুষের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করেন। তবে খালের পানির স্রোতে তিনি ভেসে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। ওই দিন রাতেই খুলনা ফায়ার সার্ভিসের ৬ সদস্য অভিজ্ঞ ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে টানা ২৪ ঘণ্টা অভিযান চালায়।
ডাউকি গ্রামের বাসিন্দা কৃষক হাসেম আলী বলেন, শনিবার সকালে জিকে খালে জাল পাততে আসি। এ সময় পানিতে তীব্র দুর্গন্ধ এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে মৃতের স্বজনরা এসে লাশের পরিচয় নিশ্চিত করে।
আরও পড়ুন: গৃহবধূর ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ২
আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার রাত ৯ টা পর্যন্ত লাশ উদ্ধার অভিযান চালানো হয়েছে। টানা ১৫ ঘণ্টা পরও তার খোঁজ মেলেনি। খালের পানি বেশি ও পাশে জঙ্গল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। খালের প্রায় ৩ কিলোমিটার জায়গাজুড়ে অনুসন্ধান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার এলাকা থেকে আরও এক কিলোমিটার দুর থেকে শনিবার সকালে ওই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, ৩৬ ঘণ্টা ধরে নিহত ব্যক্তি খালের পানিতে নিখোঁজ ছিলেন। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল সংগ্রহ করেছে।