কোটা আন্দোলনে আহত শিক্ষার্থী আবু বক্করের (১৭) চিকিৎসায় এগিয়ে এলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদর এলাকায় গত ৪ আগস্ট আন্দোলনে গিয়ে আওয়ামী লীগ নেতা আবুল কালাম অনুসারীদের হামলায় আহত আহত হয় সে। তার শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আবু বক্কর দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের মোল্লা বাড়ির আবুল খায়েরের ছোট ছেলে।
আরও পড়ুন: বিএনপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে
আবু বক্করের বড় ভাই মো. আলী বলেন, ‘আহত হওয়ার পর ভাইকে নিয়ে প্রথমে কুমিল্লা মেডিকেলে যাই। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে ও শেষে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এছাড়া ভাইয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তার অবস্থা খারাপ দেখেও আমরা বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, ভাইকে আইসিইউতে রাখতে অর্থের প্রয়োজন, আমাদের সেই সামর্থ্য নেই।’
‘এরইমধ্যে কুমিল্লার বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার এসে দেখে গেছেন। তিনি বলেছেন, ওনারা চিকিৎসার সব খরচ দেবেন।’